শিলিগুড়ি,১৭ সেপ্টেম্বরঃ বিহার থেকে উদ্ধার শিলিগুড়ির নিখোঁজ নাবালিকা।ঘটনায় গ্রেফতার এক যুবক।ধৃতের নাম রুদল কুমার।
জানা গিয়েছে,শিলিগুড়ির সূর্যসেন কলোনির বাসিন্দা ১৪ বছরের ওই নাবালিকার সঙ্গে ফেসবুকের মাধ্যমে ওই যুবকের পরিচয় হয়।প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে।এরপর ৩০ আগস্ট নিখোঁজ হয়ে যায় নাবালিকা।নাবালিকার খোঁজ না পেয়ে এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন পরিবার।ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিহারে রয়েছে ওই নাবালিকা।এরপরই পুলিশের একটি দল নাবালিকার খোঁজে বিহারে রওনা দেয়।১৬ সেপ্টেম্বর বিহারের শঙ্করপুর থানার দমগাড়া থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে।ঘটনায় গ্রেফতার করা হয় রুদল কুমারকে।
কি উদ্দেশ্যে নাবালিকাকে বিহারে নিয়ে যাওয়া হয়েছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।পাশাপাশি গোপন জবানবন্দীর জন্য নাবালিকাকেও আদালতে পাঠানো হয়।