শিলিগুড়ির পুর-প্রশাসকের দায়িত্ব দেওয়া হল গৌতম দেবকে

শিলিগুড়ি,৬ মেঃ শিলিগুড়ির পুর-প্রশাসকের দায়িত্ব দেওয়া হল গৌতম দেবকে।পুর প্রশাসক মণ্ডলীতে গৌতম দেব ছাড়াও থাকছেন রঞ্জন সরকার,বিবেক বৈদ ও অলোক চক্রবর্তী।আজই নতুন বিজ্ঞপ্তি দিয়ে প্রশাসকমণ্ডলীর এই সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।


গৌতম দেব জানান, আগামীকাল তিনি দায়িত্বভার বুঝে নেবেন।আপাতত কোভিড পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করাই তাঁর প্রথম লক্ষ্য।পাশাপাশি যেসব প্রাথমিক সমস্যা রয়েছে সেগুলি যাতে মেটানো যায় সেদিকে লক্ষ্য রাখবেন তিনি।গত পাঁচবছর ধরে শিলিগুড়ির মেয়র ছিলেন অশোক ভট্টাচার্য এবং প্রায় এক বছর প্রশাসকের দায়িত্বও সামলেছেন তিনি।তাই তাঁর সঙ্গেও কথা বলবেন গৌতম দেব।কোথায় কি খামতি রয়েছে এবং কোথায় কি প্রয়োজন সেই বিষয়ে খোঁজ-খবর নেবেন।

এছাড়াও গৌতম দেব জানান,সমস্ত ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।কোভিড পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আলোচনা করে কিভাবে এর মোকাবিলা করা যায় এবং শহরবাসীর পাশে থাকা যায় সেই বিষয়েও খোঁজ-খবর নেবেন তিনি।আগামীকাল শিলিগুড়ি পুরনিগমে যাওয়ার কথা রয়েছে গৌতম দেবের।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *