শিলিগুড়ি,৪ ডিসেম্বরঃ শিলিগুড়ির রবীন্দ্রনগরে খুনের ঘটনায় গ্রেফতার ইঞ্জিনিয়ার গৌতম দেব ও তার ভাই গৌরব দেব।আজই তাদেরকে শিলিগুড়ি আদালতে তুলেছে শিলিগুড়ি থানার পুলিশ।
গত ৩০ নভেম্বর শিলিগুড়ির রবীন্দ্রনগরে নিরঞ্জননগরের বাসিন্দা সুশীল দাসের রক্তাক্ত দেহ পাওয়া যায়।তার মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল।সুশীল দাস পেশায় ভাঙারি ব্যাবসায়ি।সেদিন বিকেলেই তার মৃতদেহ যেখানে উদ্ধার হয় তার সামনের একটি বাড়ি থেকে তার দাঁড়িপাল্লা ও বাটখারার ব্যাগ পাওয়া যায়।এরপরই ঘটনার তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ।প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন ওই বাড়িরই দুই ভাই গৌতম দেব ও গৌরব দেব।গতকালকে তাদেরকে থানায় নিয়ে এসে টানা জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।এরপরই তাদেরকে গ্রেফতার করে আজ আদালতে তোলা হয়।যদিও কেন খুন করা হয়েছে এবং কিভাবে এই খুন করা হয়েছে তা এখনও তদন্তের স্বার্থে জানাতে চায়নি পুলিশ।ধৃতদের আদালতে তুলে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে কয়েকদিনের মধ্যেই ফরেনসিক দলও এসে পৌঁছাবে এবং তদন্তের আরও বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে।