শিলিগুড়ি,১৩ অক্টোবরঃ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো। পুজো মানেই রাস্তার পাশে বিভিন্ন খাবারের দোকান সেইসাথে ছোটদের খেলনা। পুজোর সময় প্রাধান্য পায় ছোটদের সমস্ত দাবি। তাই পুজোর আগেই রাস্তার ধারে পুতুলের পসরা সাজিয়ে ব্যাস্ত বিক্রেতারা।
কলকাতা থেকে আনানো হচ্ছে হরেক রকম পুতুল। বিক্রেতারা কেউ বা শিলিগুড়ির বাসিন্দা আবার কেউবা অন্য শহরের। কপালে টিপ, গলায় মালা, হাতে বালা পড়ানো সুন্দর এই পুতুলের দাম ১৫০ টাকা থেকে শুরু। বিক্রিও চলছে ভালোই, এক ব্যাবসায়ী হরিপদ সরকার জানান, প্রতিদিন প্রায় ২০-২৫ টি করে পুতুল বিক্রি হচ্ছে। পুজোয় বিক্রির সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে বলে আশা রাখছেন ব্যাবসায়ীরা। লকডাউনে অনেক ব্যাবসাই দীর্ঘদিন বন্ধ ছিল, আনলকেও আশার আলো দেখেনি অনেকেই। তাই পুজোয় পুতুল বিক্রির দিকে ঝোক দিচ্ছেন অনেক ব্যাবসায়ীরাই।