শিলিগুড়ি,১০ জুলাইঃ বিধানসভা নির্বাচনের পর প্রথম বিধানসভা অধিবেশনে অংশ নিলেন দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার চার বিধায়ক।
শনিবার শিলিগুড়িতে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম বিধানসভা অধিবেশনের অভিজ্ঞতার কথা জানালেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর ঘোষ।পাশাপাশি প্রথম বিধানসভা অধিবেশনে অংশ নিয়েছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি,মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন,ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দুর্গা মুর্মু।
এদিন সাংবাদিক বৈঠকে বিধায়ক শংকর ঘোষ বলেন, উত্তরবঙ্গকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে।বিধানসভায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রসঙ্গ আমরা তুলে ধরেছি এবং শিলিগুড়ির যাবতীয় সমস্যাগুলিকেও বিধানসভায় তোলা হয়েছে।এর মধ্যে দার্জিলিং মোড় ফ্লাইওভার,মহানন্দা অ্যাকশন প্ল্যানও রয়েছে।