শিলিগুড়ি,৭ ডিসেম্বরঃ বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তপ্ত শিলিগুড়ির তিনবাত্তি ও ফুলবাড়ি এলাকা।এদিন উত্তরবঙ্গের একাধিক দাবিদাওয়া ও অভিযোগ নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বিজেপির নেতৃত্বরা।যেখানে বিজেপির একাধিক রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন।যদিও বিজেপির উত্তরকন্যা অভিযানের কোনও প্রশাসনিক অনুমতি না থাকায় পুলিশের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই উত্তরকন্যা অভিযান আটকে দেওয়া হবে।সেইমতো ফুলবাড়ি ও তিনবাত্তি এলাকায় পুলিশের তরফে বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়।আগে থেকে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।জলকামান প্রস্তুত রাখা হয়েছিল।যাতে মিছিল ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এদিন সকালে সবার আগে ফুলবাড়ি থেকে উত্তরকন্যা অভিযানের জন্য বিজেপির মিছিল শুরু হয়।মিছিল শুরু হতেই তা আটকে দেয় পুলিশ।এদিকে পুলিশ মিছিল আটকাতেই পুলিশকে লক্ষ্য করে যেমন পাথর ছোড়া হয় তেমনি পুলিশের তরফেও কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় এবং জলকামান চালানো হয়।একই পরিস্থিতি সৃষ্টি হয় তিনবাত্তি মোড় এলাকাতেও।সেখানেও পুলিশ মিছিল আটকে দিতেই এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা শুরু হতেই পুলিশের তরফে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় এবং জলকামান চালানো হয়।
অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়।সেই পাথরের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী যেমন আহত হন।তেমন বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীও আহত হয়েছেন।এছাড়াও এদিন একাধিক জায়গায় উত্তরকন্যা অভিযানের দরুন আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা।বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে আটকও করা হয়েছে।এদিকে নৌকাঘাটে জলপাইমোড়ের ট্রাফিক গার্ডের অফিস ভাঙচুর করা হয়েছে এবং সেই অফিসের চেয়ার নৌকাঘাট মোড়ে একত্রিত করে তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।সর্বত্র এই পরিস্থিতি ঘিরে কয়েক ঘণ্টায় রণক্ষেত্রের চেহারা নেয় ফুলবাড়ি ও তিনবাত্তি এলাকা।