শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ বহু স্টেশন থেকে শুরু করে নানা নির্দেশিকায় ও রেলের তরফে বাংলায় মাইকিং করা হয় না স্টেশনে। এমনই অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে।যেকারণেই এবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলেন শিলিগুড়ির বাসিন্দা সঞ্জীব চক্রবর্তী। পেশায় আইনজীবী সঞ্জীব বাবু। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের ভাষা আইন মানছে না রেল।বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রেল কর্তৃপক্ষ বাংলা ভাষার ব্যবহার করছে না।
জরুরি নির্দেশিকা, ফলকনামায় বাংলার ব্যবহার হচ্ছে না।ফলে প্রচুর মানুষ যারা শুধু বাংলা ভাষা জানেন তাদের অসুবিধায় পড়তে হচ্ছে। বিষয়টি আমরা বহুবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকদের জানিয়েছি। কিন্তু লাভ হয়নি। যেকারণেই আইনজীবী হিল্লোল সাহা পোদ্দারের সহযোগিতায় মামলা দায়ের করেছি।