শিলিগুড়ি,১৭ জুনঃ জেলা প্রশাসনের নির্দেশে শিলিগুড়ি পুরনিগমের ৪৫ এবং ৪৬ নম্বর ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল।জানা গিয়েছে, ৪৫ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর রাস্তা এবং ৪৬ নম্বর ওয়ার্ডের বিদ্যানগর কলোনিকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামী ৭দিন এই দুই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে চলতে হবে।এখানে প্রশাসনের তরফেও বিশেষ নজর রাখা হবে।
জানা গিয়েছে,করোনা দ্বিতীয় ঢেউ’এ এই দুই এলাকায় ক্রমশ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার জন্যই প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।অন্যদিকে জেলা প্রশাসনের নির্দেশ জারি হওয়ার পরই এই দুই ওয়ার্ড জীবাণুমুক্ত করা হয়।যদিও এবারে কন্টেনমেন্ট জোনে বাঁশ এবং রিবন লাগানো হয়নি।