শিলিগুড়ি,২ অক্টোবরঃ শিলিগুড়ির সূর্যসেন পার্কে উন্মোচিত হল মহাপুরুষদের মূর্তি।শুক্রবার শিলিগুড়ির সূর্যসেন পার্কে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ জন মনীষীর মূর্তি উন্মোচন করলেন শিলিগুড়ির বিশিষ্ট শিক্ষাবিদ গৌরীশংকর ভট্টাচার্য।উপস্থিত ছিলেন পুরনিগমের প্রশাসক তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য।
এদিন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, মাইকেল মধুসূদন দত্ত সহ আরও বেশ কয়েকজন মনীষীর মূর্তি উন্মোচন করা হয়।পাশাপাশি বৃক্ষরোপণও করা হয় এদিন।
অশোক ভট্টাচার্য বলেন, বর্তমান সময়ে এই মনীষীদের অবদান ভুলতে বসেছে নতুন প্রজন্ম।সে কারণে নতুন প্রজন্মকে বাংলার মনীষীদের সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যেই শিলিগুড়ি পুরনিগমের তরফে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আগামীতে আরও বেশ কয়েকজন মনীষীদের মূর্তি স্থাপনের চিন্তাভাবনা রয়েছে।
এদিনের অনুষ্ঠানে প্রশাসক মন্ডলীর সদস্য শংকর ঘোষ, শরদিন্দু চক্রবর্তী, রাম ভজন মাহাতো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।