শিলিগুড়ি, ৬ আগস্টঃ বহুরূপী সেজে প্রতারণা।ট্রাফিক পুলিশের সাহায্যে ৩ প্রতারককে আটক করলো প্রধাননগর থানার পুলিশ।
জানা গিয়েছে, বহুরূপী সেজে শহরের মানুষকে ভয় দেখিয়ে বহু মানুষকে প্রতারণা করছিল প্রতারকেরা।কিছুদিন আগে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় এমনই এক ঘটনা ঘটে।দার্জিলিং মোড় ট্রাফিক পুলিশের বিষয়টি নজরে আসার পর প্রতারকদের খোঁজ করছিল পুলিশ।
মঙ্গলবার ফের তিন প্রতারককে শহরে দেখা যায়।প্রতারণার করার উদ্দেশ্যে অটোতে চেপে চেকপোস্টের দিকে যাচ্ছিল তারা।সেইসময় জংশন ট্রাফিক গার্ডের এসআই টিটু সাহার নজরে পড়ে।এরপরই ৩ জনের পিছু নিয়ে সার্কিট হাউসের কাছে তাদের ধরে ফেলেন তিনি।এরপরই প্রধাননগর থানা পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়।
তিন প্রতারকের তল্লাশি নেওয়া হলে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়।স্থানীয়রা জানান, এরা বহুরূপী সেজে মানুষের কাছে যায়।এরপর বিভিন্ন কথা বলে, মানুষকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে চম্পট দেয়।তিনজনকে আটক করে গোটা ঘটনার তদন্তে নেমে প্রধাননগর থানার পুলিশ।