শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ শিলিগুড়িতে বিনা অনুমতিতে বোরিং করে ওঠানো হচ্ছে পানীয় জল। এরপর সেই জল বোতল কিংবা জারবন্দি করে বিক্রি করা হচ্ছে।
শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এভাবেই অবৈধভাবে জলের ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। অবৈধভাবে বোরিং এর ফলে জলসঙ্কট তৈরি হচ্ছে। তা রুখতেই এবার অভিযানে নামল পুরনিগম।
মঙ্গলবার দুপুরে ৫ নম্বর বরোর তরফে অভিযানে নামা হয়। ইসকন মন্দির রোড এলাকায় একটি বাড়িতে বিনা অনুমতিতে জল উঠিয়ে বিক্রি করা হচ্ছিল। সেখানে গিয়ে জল ওঠানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
এদিনের অভিযানে মেয়র পারিষদ দুলাল দত্ত ও ৫ নম্বর বরোর চেয়ারপার্সন প্রীতিকণা বিশ্বাস ছিলেন। আরেকটি কারখানাতেও যান তাঁরা। শহরের আরও বিভিন্ন জায়গায় এই অভিযান চলবে।