শিলিগুড়ি, ৩০ নভেম্বরঃ গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা অনুযায়ী শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডের সাউথ বাঘাযতীন কলোনি এলাকা এবং ৩ নম্বর ওয়ার্ডের গুরুং বস্তির বেশকিছু নদীর চর এলাকায় অবৈধ নির্মান ভাঙল পুরনিগম।এদিন সকাল থেকেই অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু করা হয়।
জানা গিয়েছে, শিলিগুড়ির ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর চরে অবৈধ নির্মান করে বসবাস করছিল মানুষ।চলতি বছরের ১৩ জুলাই প্রশাসনের তরফে অবৈধ নির্মান সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল সেখানকার বাসিন্দাদের।এরপরও বাসিন্দারা সরে না যাওয়ায় আজ প্রশাসনিক আধিকারিক ও পুলিশবাহিনী নিয়ে গিয়ে অবৈধ নির্মান ভেঙে দেওয়া হয়।এদিন প্রায় ৩০টি বাড়ি ভেঙে দেওয়া হয়।