শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ ১লা ফেব্রুয়ারি পেশ হয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট।সেই বাজেটের বিরোধিতায় হাসমি চকে অবস্থান বিক্ষোভ করলেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ(এআইইউটিইউসি)। বাজেটের তীব্র বিরোধিতা করেন সংগঠনের সদস্যরা।
এদিন সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক পার্থ মৈত্র জানান, এই বাজেট গরিব মানুষকে বোকা বানানোর কৌশল।যার বার্ষিক আয় ১২ লক্ষ টাকা হতে পারে তারা অনায়াসে রাজস্ব দিতে পারে।যে কয়েকটি রাজ্যে বিজেপি রয়েছে সেই রাজ্যের মাটি মজবুত করার জন্যই বাজেট আনা হয়েছে।বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে নানান ইস্যুতে আক্রমন করেন তিনি।সাধারণ প্রান্তিক মানুষ থেকে শুরু করে কৃষকদের জন্য এই বাজেট নয়। কেন্দ্রীয় সরকারের এই বাজেট সাধারণ মানুষকে বোকা বানানোর এক অন্যতম কৌশল বলে জানান তিনি।