শিলিগুড়ি, ২৮ মার্চঃ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি দার্জিলিং জেলা কংগ্রেসের।
মঙ্গলবার শিলিগুড়ির হাসমি চকে দার্জিলিং জেলা কংগ্রেসের সদস্যরা অবস্থান বিক্ষোভে বসে।রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদ জানান তারা।অভিযোগ, অন্যায়ভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে।
এই বিষয়ে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি শঙ্কর মালাকার বলেন,রাহুল গান্ধী গত কয়েকমাস ধরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দেশবাসীর মন জয় করেছেন।কেন্দ্রের সরকার আতঙ্কিত হয়ে রাহুল গান্ধীর সদস্য পদ খারিজ করেছে।মোদী সরকার গনতন্ত্রকে হত্যা করছেন।