শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ এসএসসি দুর্নীতি এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গ্রেফতারের দাবিতে বুধবার শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করল এবিভিপি।
সংগঠনের দাবি, শিক্ষার গুণগত মান ও পরিকাঠামো উন্নয়ন,ছাত্র-ছাত্রীদের সমস্ত শিক্ষার সুযোগ এরাজ্যেই করতে হবে।প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমি ক্যালেন্ডার চালু করতে হবে।তাদের এই দাবী দাওয়ার সমর্থনে শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে দুদিন ব্যাপী গণস্বাক্ষর অভিযানে নেমেছে সংগঠনের সদস্যরা।
সেই গণস্বাক্ষর সম্মিলিত চিঠি এবং স্মারকলিপি পাঠানো হবে ইউজিসির চেয়ারম্যানকে।দাবী পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে জানান সংগঠনের প্রদেশ সম্পাদক শুভব্রত অধিকারী।