শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে মাটিগাড়া পরিবহননগর পার্কিং এলাকায় অভিযান চালায় পুলিশ।সেইসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে একটি বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় যুবককে।ধৃত যুবকের নাম টেঙ্গে তামাং (২৪), দার্জিলিংয়ের সোনাদার জোড়বাংলো এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ কিনেছিল। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে মাটিগাড়া থানার পুলিশ।
