শিলিগুড়ি, ১২ মার্চঃ হোলির আগে শিলিগুড়িতে সেমি অটোমেটিক পিস্তল এবং ২ রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম সন্তলাল রাজভর।মাটিগাড়ার হিমুল সংলগ্ন ভাঙ্গাপুলের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে আগ্নেয়াস্ত্র বিক্রি হওয়ার কথা ছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে এক নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সন্দেহের ভিত্তিতে সন্তলাল রাজভরকে আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি সেমি অটোমেটিক পিস্তল এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।এরপরই গ্রেফতার করা হয় তাকে।জিজ্ঞাসাবাদের ধৃত জানায়, আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল সে।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।