শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের অশোক নগরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার সকালে আগুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে যায়।
এদিন সকালে বিপ্লব দাস নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। বাড়িতে কাঠের উনুনে রান্না হচ্ছিল। সেখান থেকেই আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন অন্যান্য ঘরগুলিতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দমকলে খবর দিলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় যান ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি, বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা।
পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সকলে।