আগামীকাল শিলিগুড়িতে আসছেন অমিত শাহ! কর্মীদের দিতে পারেন ‘বিজয় মন্ত্র’

শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে আসছেন।উত্তরবঙ্গের পাঁচটি জেলার প্রায় ৬ হাজার বিজেপি কর্মীকে নির্বাচনী রণকৌশলের ক্লাস দেবেন তিনি।  


জানা গিয়েছে, অমিত শাহ বাগডোগরা বিমানবন্দর থেকে গোসাইপুরের কাছে উত্তরা ময়দানে যাবেন।সেখানে কর্মী সম্মেলন করবেন।

বঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য কর্মীদের সঙ্গে রণকৌশল তৈরি করবেন তিনি।এই মঞ্চ থেকেই কর্মীদের বিজয় মন্ত্রও দিতে পারেন। এই কারণে অমিত শাহের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।  


এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।দিল্লি থেকে শিলিগুড়িতে একটি বিশেষ নিরাপত্তা দল পৌঁছেছে।উত্তরা ময়দানে সভাস্থল এবং মঞ্চের প্রস্তুতি পরিদর্শন করেছে এই নিরাপত্তা দল।জেলা থেকে রাজ্য স্তরের নেতারাও নিয়মিত সভাস্থল পরিদর্শন করছেন।

নির্বাচন নিয়ে কি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন অমিত শাহ, সেদিকেই নজর রয়েছে সকলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *