শিলিগুড়িতে আয়োজিত হবে রোজগার মেলা ২.০, থাকছে কর্মসংস্থানের সুযোগ 

শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ শিলিগুড়ির সেলসিয়ান কলেজে (Salesian College) অনুষ্ঠিত হতে চলেছে রোজগার মেলা ২.০। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যসভার সংসদ সদস্য ও দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট হর্ষবর্ধন শ্রিংলা।আগামী ১৫ ও ১৬ নভেম্বর রোজগার মেলা আয়জিত হবে।
সাংবাদিক বৈঠকে হর্ষবর্ধন শ্রিংলা জানান, রোজগার মেলায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে।যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা ১৫ নভেম্বর সকালে কলেজ প্রাঙ্গনেই রেজিস্ট্রেশন করতে পারবেন।দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি শিলিগুড়ি ও আশেপাশের এলাকাতেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।চাকরি প্রার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও ইন্টারভিউ প্রস্তুতি সেশনও রাখা হয়েছে।
উল্লেখ্য, গতবছর দার্জিলিংয়ে অনুষ্ঠিত রোজগার মেলায় প্রায় ৩০০ জনকে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছিল। এবছর আরও বৃহৎ পরিসরে মেলার আয়োজন করা হয়েছে।
এই রোজগার মেলায় প্রায় ৬০টিরও বেশি নামী কোম্পানি অংশগ্রহণ করছে।১০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের সুযোগ থাকবে। ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি প্রার্থী রেজিস্ট্রেশন করেছেন।রোজগার মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ একাধিক বিশিষ্ট অতিথিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *