শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ মহিলাদের সুরক্ষা ও আত্মরক্ষার্থে শুরু হল বাঘিনী।শনিবার থেকে বাঘিনীর মাধ্যমে ১০০ জন ছাত্রী ও বিভিন্ন মহলের মহিলাদের পুলিশের তরফে আত্মরক্ষার কৌশল যেমন সেখানো হবে তেমনি মহিলাদের আইন সম্পর্কে অবগত করা, ট্রাফিক ও থানাগুলি কীভাবে কাজ করে সেগুলি দেখানোর পাশাপাশি ও মনোবল বাড়ানো হবে।
মূলত ৪ দিনের কোর্স করানো হবে ১০০ জনকে।এরপর তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে।এদিন মাল্লাগুড়িতে পুলিশ কমিশনারেট মাঠে আত্মরক্ষার কৌশল শেখানো হয়।
এদিন বাঘিনীর সূচনা করেন পুলিশ কমিশনার গৌরব শর্মা।তিনি জানান, বিভিন্ন পর্বে শহরের যুবতী ও মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে।প্রতিটি মহিলার মধ্যে বাঘিনী রয়েছে।যে যেখানেই কাজ করুক, মনের মধ্যে ভয় থাকলে মনোবল বাড়ানো যায়না।যেকারণে যাতে ভবিষ্যতে শহরের বাইরে গেলেও মহিলাদের অসুবিধা না হয় সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।এদিন প্রশিক্ষণ নিতে আসা সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন।আগামীতে রাস্তায় বের হলে আর অসুবিধা হবেনা বলেই দাবি করেন।
Ki kore apply krbo