শিলিগুড়ি,২ জানুয়ারি: মা ও ছেলের রহস্যমৃত্যুর ঘটনা শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপে। বাংলোয় ঘর থেকে উদ্ধার হল দুইজনের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে দুইজনকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পরে নার্সিংহোমে নিয়ে গেলে দুইজনকে মৃত বলে জানায় ডাক্তার।
মৃত মহিলার নাম তিথি দাস ও আট বছরের শিশুর নাম তেজস দাস। ২০১৮ সাল থেকে উত্তরায়ণে বাংলোতে থাকেন ব্যবসায়ী সুজিত দাস ও তাঁর পরিবার। বুধবার রাতে ব্যবসায়ী বাইরে কাজে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বাংলোয় বেডরুম থেকে ব্যবসায়ীর স্ত্রী ও ছেলের দেহ পাওয়া যায়। অসুস্থ অবস্থায় তাঁর মেয়েকে পাওয়া যায়। তিনজনকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে দুইজনকে মৃত বলে জানান ডাক্তার।
ঘটনার খবর পেয়ে বাংলোতে যায় উত্তরায়ণ ফাঁড়ির পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় বাংলোর কর্মীদের। ঘরের মধ্যে একটি বাক্সে কয়লা পাওয়া যায়। জানা গিয়েছে রাতে ঘর গরম রাখতে তা জ্বালানো হয়েছিল। যা থেকে পুলিশের অনুমান, বিষাক্ত গ্যাসের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে মা ও ছেলের। বৃহস্পতিবার দুপুরে দুইজনের দেহ ময়নাদতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরায়ণ ফাঁড়ির পুলিশ।