কেন্দ্রের শ্রম আইন ও কৃষি বিলের প্রতিবাদে বিইএফআই এর তরফে মিছিল

শিলিগুড়ি, ১০ অক্টোবরঃ কেন্দ্রের শ্রম আইন ও কৃষি বিলের প্রতিবাদে শিলিগুড়িতে পথে নামল বাম শ্রমিক সংগঠন ব্যাংক কন্ট্রাকচুয়াল এন্ড কন্ট্রাক্ট ওয়ার্কমেন ইউনিয়ন(বিইএফআই)।


জানা গিয়েছে, শনিবার অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে সংগঠনের সদস্য ও সমর্থকেরা একটি মিছিল বের করে।মিছিলটি হিলকার্ড রোড সহ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।মিছিলের মাধ্যমে এদিন শ্রম আইন ও নয়া কৃষি বিলের বিরোধিতায় সরব হয় সংগঠনের সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *