শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ ২৭ বছর পর দিল্লিতে প্রত্যাবর্তন।ক্ষমতায় আসছে বিজেপি।শিলিগুড়িতে জয়ের উল্লাসে মাতলেন বিজেপি কার্যকর্তারা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে বাজিমাত করলেন বিজেপির প্রবেশ বর্মা।দিল্লিতে বিজেপির বিপুল জয়ে দেশজুড়ে উল্লাসে মেতেছেন বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা।বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতে বিজেপির তরফে বিজয় মিছিল বের করা হয়।হাসমি চক থেকে শুরু করে গুরুনানাক চক হয়ে ফের হাসমি চকে এসে মিছিল শেষ হয়।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা।