শিলিগুড়ি, ২৬ জুলাইঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের গ্রেফতারের পর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে দোষীদের গ্রেফতারের দাবীতে সবর হয়েছে বিভিন্ন সংগঠন।মঙ্গলবার শিলিগুড়িতে বিক্ষোভ দেখালো DYFI দার্জিলিং জেলা কমিটি।
জানা গিয়েছে, সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ির খেলাঘর মোড়ের কাছে শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়।তাদের দাবী, এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় যে বা যারা দোষী অবিলম্বে তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।
এদিন সংগঠনের তরফে সাগর শর্মা বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই সারদা, নারদা সহ শিক্ষক নিয়োগে দুর্নীতিতে জড়িত।এই দুর্নীতির ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।