শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব।
বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এপার বাংলার মানুষ।বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও চলছে প্রতিবাদ বিক্ষোভ।মঙ্গলবার শিলিগুড়ির ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের কর্মী সমর্থকরা একজোট হয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করেন।উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সহ সভাপতি অনুপ বসু সহ অন্যান্য সদস্যরা।
ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ।