শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ বকেয়া টাকা প্রদান, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল করলো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন দার্জিলিং জেলা কমিটি।
আশা কর্মীদের অভিযোগ, দিনের পর দিন কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের কাজও তাদের দিয়ে করানো হয়।তবে যথার্থ পারিশ্রমিক পাচ্ছেন না তারা।এই কারণে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হন আশাকর্মীরা।এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।সেখানে স্মারকলিপি প্রদানের জন্য ভেতরে প্রবেশ করতে গেলে আশাকর্মীদের আটকে দেয় পুলিশ।এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয়।
পরবর্তীতে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।পরে ৫ জনের প্রতিনিধি দল গিয়ে সিএমওএইচ-কে স্মারকলিপি প্রদান করে।অন্যদিকে জেলাশাসককেও স্মারকলিপি তুলে দেওয়া হয়।