SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ! শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল তৃণমূলের

শিলিগুড়ি, ২৫ জানুয়ারিঃ অপরিকল্পিত ও অমানবিক SIR-এর কারণে ১২৬ জনের প্রাণ গিয়েছে’এই অভিযোগ তুলে SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করলো তৃণমূল কংগ্রেস।রবিবার তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি টাউন ব্লক ২ এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।


এদিন বিকেলে শিলিগুড়ির হাতিমোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পাকুরতলা মোড়ে এসে শেষ হয়। মিছিল চলাকালীন কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এবং এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে।

এদিন মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *