প্রচন্ড গরমে শিলিগুড়িতে বিক্রি বাড়লো ডাবের, দামও দ্বিগুণ  

শিলিগুড়ি, ১৭ মেঃ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই তীব্র দাবদাহ।প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।আর এই গরমে শিলিগুড়িতে ডাবের বিক্রি বাড়লো দ্বিগুণ।


রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের।আর এই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ঠান্ডা পানীয়ের দিকে ছুটছেন মানুষ।তবে যারা স্বাস্থ্য সচেতন তারা অন্যান্য ঠান্ডা পানীয়র বদলে ফলের রস কিংবা ডাবের জলের উপরই ভরসা করছেন।গরম পড়তেই ডাবের বিক্রি বেড়েছে কয়েক গুণ।এদিকে বিক্রি বাড়ার পাশাপাশি দামও রয়েছে বেশি।৭০ থেকে ৯০ টাকা করে বিক্রি হচ্ছে ডাব।দাম বেশি হলেও এই গরমে শরীর সুস্থ রাখতে অনেকেই ডাবের জল খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।শুক্রবার শিলিগুড়ির এসএফ রোডে বিভিন্ন ডাবের দোকানে ভিড় দেখা যায়।

এদিন ক্রেতারা বলেন, এই গরমে স্বস্তি পেতেই ডাবের জল খাওয়া।আগের তুলনায় ডাবের দাম অনেকটাই বেশি।তবে স্বাস্থ্য ভালো রাখতে এই চড়া দামেই ডাব কিনে খেতে হচ্ছে।


অন্যদিকে ব্যবসায়ীরা বলেন, গরমের জন্যই ডাবের দাম বেড়েছে।এই ডাব জলপাইগুড়ি, নাগরাকাটা, ময়নাগুড়ি থেকে নিয়ে আসা হয়।গরমে ডাবের চাহিদা থাকে বর্ষা আসলে ফের চাহিদা কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom girişdeneme bonusu