শিলিগুড়ি, ৮ ডিসেম্বরঃ গুজরাটে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি।বিজেপির এই জয়ে শিলিগুড়িতে মিছিল করলো বিজেপি কর্মী সমর্থকেরা।
বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজয় মিছিলে মেতে উঠেন বিজেপির কর্মী সমর্থকরা।এদিন শিলিগুড়ির জয়মনি ভবন থেকে ঢাক-ঢোল বাজিয়ে মিছিল বের করা হয়।পাশাপাশি পথচলতি মানুষদের লাড্ডু বিতরণ করা হয়।এই মিছিল শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে হাসমি চকে গিয়ে শেষ হয়।
