শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ আগামীকাল শিলিগুড়িতে আয়োজিত হবে লক্ষ কন্ঠে গীতা পাঠ।তার আগে আজ শিলিগুড়িতে পৌঁছলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
জানা গিয়েছে, আগামীকাল লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ।শনিবার সকালে প্রাতঃ ভ্রমণ বের হন তিনি।দলের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনও করেন।পরবর্তীতে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিজের নামও নথিভুক্ত করান।এছাড়াও আজ বিভিন্ন জায়গায় সদস্যতা অভিযান রয়েছে দিলীপ ঘোষের।
এদিন দিলীপ ঘোষ জানান, তিনদিন ধরে উত্তরবঙ্গ সফরে রয়েছি।গীতা পাঠের অনুষ্ঠানে থাকবো।পাশাপাশি সদস্যতা অভিযানের জন্য বিভিন্ন কর্মসূচি রয়েছে।এদিন বাংলাদেশ নিয়েও মুখ খোলেন তিনি।তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ভারত সরকারের যেভাবে পদক্ষেপ নেওয়া উচিত তা নিচ্ছে।বিভিন্ন জায়গার হিন্দু সমাজ প্রতিবাদ করছে। দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে।