শিল্পের প্রসারে শিলিগুড়িতে বৈঠক ও আলোচনা সভার আয়োজন

শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ শিল্পের সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ এবং বস্ত্রদপ্তরের উদ্যোগে আয়োজিত হল জেলাভিত্তিক সহায়তা শিবির ও আলোচনা সভা।


মঙ্গলবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে দার্জিলিং ও কালিম্পং জেলার ক্ষুদ্র, মাঝারি উদ্যোগপতি, শিল্পপতিদের নিয়ে এই বৈঠক করা হয়।উপস্থিত ছিলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজেশ পান্ডে, মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।

দার্জিলিং ও কালিম্পং মিলিয়ে মোট ৪,৮৮৮ কোটি টাকার লোন প্রদান করা হয়েছে বলে জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।এদিন বেশ কয়েকজন উদ্যোগপতিদের হাতে ব্যবসায়িক ঋণের কাগজ তুলে দেওয়া হয়।এদিনের বৈঠকে ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং নতুন শিল্প নিয়ে আলোচনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş