শিলিগুড়িতে বৈঠক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

শিলিগুড়ি, ২৭ আগস্টঃ অসংগঠিত শ্রমিক হিসেবে মোবাইল অ্যাপ বেস ট্যাক্সি পরিষেবা ও মোটরবাইক পরিষেবায় সংযুক্তরা পেতে চলছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদন।শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।


শুক্রবার বিকেলে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে INTTUC এর উত্তরবঙ্গের আট জেলার নবনিযুক্ত সভাপতিদের নিয়ে বৈঠক করেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে তিনি বলেন, রাজ্যের ৩৪টি সাংগঠনিক জেলার নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।সিদ্ধান্ত হয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনের সমস্ত সংগঠনকে এক ছাতার তলায় আনা হবে। এছাড়াও জোর দেওয়া হচ্ছে অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে।তিনি আরও বলেন, এই প্রথমবার রাজ্যে যেসমস্ত অ্যাপ বেস ট্যাক্সি ও মোটরবাইক পরিষেবার সঙ্গে জড়িতদের এক ছাতার তলায় এনে তাদের তৃণমূলের শ্রমিক সংগঠনের অনুমোদন দেওয়া হচ্ছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom girişdeneme bonusu