শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ উত্তরবঙ্গের বিভিন্ন মেডিক্যাল ও হাসপাতাগুলির নিরাপত্তা সুদৃঢ় করতে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বৈঠক সারলেন কমিটি অফ সিকিউরিটি অডিটের চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ।
এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আধিকারিদের সঙ্গে এই বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, সুপার সঞ্জয় মল্লিক, শিলিগুড়ি জেলা হাসপাতালে সুপার চন্দন ঘোষ, সিএমওএইচ তুলসী প্রামাণিক, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর সহ অন্যান্য আধিকারিকেরা।
বৈঠক শেষে সুরজিৎ কর পুরকায়স্থ জানান, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও রায়গঞ্জ মেডিক্যালের আধিকারিকদের নিয়ে আলোচনা হল।প্রত্যেকেরই নিজস্ব কিছু সমস্যা রয়েছে।আলোচনার মাধ্যমে আমরা বেশকিছু ভালো পরামর্শ পেয়েছি।ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত বিষয়টি আমরা খতিয়ে দেখব।
এদিন বৈঠক শেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন সুরজিৎ কর পুরকায়স্থ।