শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ রুটভিত্তিক টোটো চলাচলে নারাজ।আগের মতোই শহরে চলাচল করতে দিতে হবে টোটো।আজ এই বিষয়ে বৈঠক করলেন শহরের টোটো চালকেরা।
শহরে যানজট নিয়ন্ত্রণের জন্য টোটোর আলাদা আলাদা রুট করে বিভিন্ন রঙের স্টিকার লাগিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।টোটো চালকদের অভিযোগ, রুট ভিত্তিক টোটো চলাচলে তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।পুলিশের তরফে আগে যে রুট দেওয়া হয়েছিল সেই অনুযায়ী চলাচল করতে দেওয়া হচ্ছে না।গত কয়েকদিন আগে এই নিয়ে শহরে বিক্ষোভও দেখান টোটো চালকেরা।
এরপর পুলিশের তরফে টোটো চালকদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানানো হয়।তার আগে রবিবার দুপুরে মহানন্দা নদীর চরে জমায়েত হয়ে বৈঠক করলেন শহরের বিভিন্ন টোটো স্ট্যান্ডের টোটো চালকেরা।এদিনের বৈঠকে দার্জিলিং ও জলপাইগুড়ি ই-রিক্সা অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ ঘোষ উপস্থিত ছিলেন।