শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে উত্তরবঙ্গ সফরে এসেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।এদিন শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে জেলা কমিটির সদস্য, নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন সেলিম।শিলিগুড়ির পর উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘দিদির সুরক্ষা কবজ’ কর্মসূচি নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন তিনি।
এদিন মহম্মদ সেলিম বলেন, ‘সুরক্ষা কবজ’ এখন তার ‘রক্ষা কবজ’।যেভাবে রাজ্যের শসকদলের নেতা, মন্ত্রী থেকে কর্মীরা দুর্নীতিতে জড়িয়ে পরছে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা কবজ এখন তার রক্ষা কবজ।নিজেদের ফাঁড়া কাটাবার জন্য তৃণমূল কবজ খুজছে।
তিনি আরও বলেন, পাহাড়ে মাঝে মাঝেই রাজনৈতিক পট বদলে মানুষের গনতান্ত্রিক অধিকার নষ্ট হচ্ছে।রাজনৈতিক নেতাদের দল পরিবর্তনে ক্ষতি হচ্ছে পাহারের।পাহাড়ের স্বার্থে পাহারবাসী বা রাজনৈতিক নেতারা আগামীতে অবশ্যই পাহারের হিতে চিন্তা ভাবনা করবেন বলে আশাবাদী তিনি।
