শিলিগুড়ি, ১ আগস্টঃ সকাল থেকে বোমাতঙ্ক।শেষমেষ জংশনে ব্যাগ থেকে উদ্ধার হল প্রেসার কুকার ও কাপড়।
রবিবার সকালে জংশনে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের বাইরে একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়।জংশন ট্রাফিক গার্ড অফিসের বাইরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায়।জংশন ট্রাফিক পুলিশ কর্মীরা প্রধাননগর থানায় খবর দেন।সকাল থেকে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ব্যাগের চারিদিকে পুলিশের তরফে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়।দুপুরে দমকল ও সিআইডি এর বোম্ব স্কোয়াড টিম সেখানে এসে পৌঁছায়।দীর্ঘক্ষণ চলে তল্লাশি।তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের গেটও আটকে দেওয়া হয়।
শেষমেষ বোম্ব স্কোয়াড টিম ব্যাগটি থেকে কিছু কাপড় ও প্রেসার কুকার উদ্ধার করে।এদিকে এক মহিলা এসে দাবি করে ব্যাগটি তাঁর।ডুয়ার্স থেকে সে এসেছে। শিলিগুড়িতে এদিক ওদিক ঘুরে বেরায়।সকালে সে ব্যাগটি সেখানে রেখে দিয়ে গিয়েছিল।যদিও এদিন ব্যাগ থেকে সামগ্রীগুলি উদ্ধারের পর প্রধাননগর থানায় নিয়ে যাওয়া হয়।১৫ আগস্ট সামনে থাকায় ব্যাগটি ঘিরে বোমাতঙ্ক ছড়ানোয় সুরক্ষার দিকে কোনো গাফিলতি রাখতে চায়নি পুলিশ।সেকারণে বোম্ব স্কোয়াড টিম ডাকা হয়।