শিলিগুড়ি,২৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে বিএসএনএল অফিসে একাধিক বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসলেন সাংসদ রাজু বিস্ত। দার্জিলিং ও কালিম্পঙে বিএসএনএল এর নেটওয়ার্ক কীভাবে আরও মজবুত করা যেতে পারে সে বিষয় নিয়েও বৈঠক হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে পাহাড়ে ধসের কারণে নেটওয়ার্কে সমস্যা হতো। সেই সমস্যা অনেকটাই মিটেছে। পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় নতুন করে টাওয়ার ইনস্টলেশন করতে চলেছে বিএসএনএল কর্তৃপক্ষ।
এদিন সাংসদ জানান, শিলিগুড়ির অনেক জায়গায় বিএসএনএলের ৪জি নেটওয়ার্ক চলে এসেছে। বর্তমানে প্রায় ২৬০ কোটি টাকা লাভে চলছে বিএসএনএল। আলোচনায় বিভিন্ন কর্মীদের বকেয়া বেতন, পিএফ, গ্র্যাচুয়েটির টাকা নিয়েও আলোচনা হয়েছে।