শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামের কাছে এক লটারি দোকানের মালিকের কাছ থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।দোকান খোলার সময় দুই দুষ্কৃতী পেছন থেকে এসে গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায়।
জানা গিয়েছে, আজ সকালে মিন্টু তালুকদার তার লটারির দোকান খুলছিলেন।ঠিক সেইসময় অসম নম্বরের একটি বাইকে দুই দুষ্কৃতী এসে তার সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায়। মিন্টু তালুকদারের চিৎকার শুনে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন।খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
মিন্টু তালুকদার জানান, ছিনতাই হওয়া সোনার চেনটির মূল্য প্রায় তিন লক্ষ টাকা। দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং তার সোনার চেন উদ্ধারের দাবী জানিয়েছেন তিনি।
