শিলিগুড়িতে চালু হল ফিল্ড হাসপাতাল, উদ্বোধন করলেন প্রশাসক গৌতম দেব

শিলিগুড়ি, ৩১ মেঃ ২০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত বেড নিয়ে তিনবাত্তি মোড়ে আজ থেকে চালু হল ফিল্ড হাসপাতাল।এদিন ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত, ডঃ কল্যাণ খান, ডঃ পিডি ভুটিয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা।


প্রসঙ্গত, লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ফোরাম ফর হিউম্যানিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই হাসপাতাল।অসহায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্যই তৈরি করা হয়েছে এই  হাসপাতাল।ডাক্তার, নার্স, ওষুধ, রোগীর খাবার সবকিছুরই ব্যবস্থা রয়েছে এই ফিল্ড হাসপাতালে।

এই বিষয়ে গৌতম দেব বলেন, এখানে পুরুষ মহিলা উভয়ই চিকিৎসার সুবিধা পাবেন।চিকিৎসক থেকে নার্স,পুষ্টিকর খাদ্য সবকিছুর ব্যবস্থা এখানে করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *