শিলিগুড়ি, ১১ আগস্টঃ মশার বংশবিস্তার আটকাতে দাওয়াই গাপ্পি মাছ।ডেঙ্গু, ম্যালেরিয়া থেকে শহরবাসীকে বাঁচাতে শহরে প্রায় ৬ লক্ষ ৫০ হাজার গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নিয়েছে পুরনিগম।
এরমধ্যে বুধবার প্রায় ৩ লক্ষ ২৫ হাজার গাপ্পি মাছ পুরনিগমের তরফে বিভিন্ন বরো অফিসগুলিকে দেওয়া হয়েছে।বরোগুলির তরফে বিভিন্ন ড্রেনে যেখানে মশার লার্ভা জমছে সেখানে গাপ্পি মাছগুলি ছাড়া হবে।মূলত গাপ্পি মাছ মশার লার্ভাগুলি খেয়ে নেয়।
এতে মশা আর বংশবিস্তার করতে পারেনা।তাতে মশাবাহিত রোগগুলিও রোধ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়।সেই লক্ষ্যেই মৎস দফতরের কাছ থেকে এই বিপুল পরিমাণ গাপ্পি মাছ নেওয়া হয়েছে।দু’দফায় মোট ৬ লক্ষ ৫০ হাজার গাপ্পি মাছ শহরের বিভিন্ন ওয়ার্ডে ড্রেনগুলিতে ছাড়া হবে।
যে সমস্ত ড্রেনে মশার লার্ভা রয়েছে সেখানে তড়িঘড়ি মাছগুলিকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার বাঘাযতীন পার্ক থেকে পুরনিগমের তরফে বরোগুলির হাতে গাপ্পি মাছ তুলে দেওয়া হয়।