শিলিগুড়ি শহরে লোকালয়ে চিতাবাঘ, ঢুকে গেল বাড়িতে

শিলিগুড়ি, ১৭ মেঃ সকাল থেকেই চিতাবাঘের তান্ডব ঘিরে চাঞ্চল্য।অবশেষে কয়েকঘণ্টার চেষ্টায় ধরল বনকর্মীরা।


সোমবার সকালে শিলিগুড়ি চম্পাসারির সমরনগর এলাকায় একটি চিতাবাঘ ঢুকে পড়ে।সেখানে একটি মাঠের সামনে চিতাবাঘটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।এরপরই চিতাবাঘটি সেখানে এক ব্যক্তির ওপর হামলা করে পাড়ায় ঢুকে যায়।সেখানে আরও দুজনের ওপর হামলা করে।সেখান থেকে একলাফ দিয়ে চিতাবাঘটি একটি তিনতলা বাড়িতে ঢুকে পড়ে।তা দেখতেই ওই বাড়ির বাইরের গেট আটকে দেওয়া হয়।চিতাবাঘটি ভেতরেই আটকে থাকে।প্রায় সকাল ১০টার ঘটনা।

এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রধাননগর থানার পুলিশ।খবর দেওয়া হয় সুকনা ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে।১২টা নাগাদ ওয়াইল্ড লাইফ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়।কয়েকঘণ্টার চেষ্টায় ওই বাড়ির সিঁড়ির জানালা দিয়ে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় চিতাবাঘটিকে।কাবু করে শেষমেষ জাল দিয়ে চিতাবাঘটিকে ধরা হয়।এরপরই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।


তবে আশেপাশের কোনো জঙ্গল থেকে এলাকায় চিতাবাঘটি ঢুকেছিল বলে অনুমান।চিতাবাঘের হামলায় ৩ জন যখম হয়েছেন।তাদের চিকিৎসা চলছে।ঘটনার পর শিলিগুড়ি সমরনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।যদিও শেষমেশ চিতাবাঘটি ধরা পড়তেই হাফ ছেড়ে বাঁচেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş