শিলিগুড়ি, ৭ জুনঃ প্রধাননগর থানার অন্তর্গত হিমকোর্স ভবন সংলগ্ন কালকূট এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, হিমকোর্স ভবন সংলগ্ন কালকূট এলাকার বাসিন্দা সত্যনারায়ণ প্রসাদ রাওয়াতের বাড়িতে চুরির ঘটনা ঘটে।গত ১৯মে পরিবারের সদস্যদের নিয়ে শহরের বাইরে গিয়েছিলেন সত্যনারায়ণ প্রসাদ।বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতিরা।ঘরে রাখা সোনা ও রুপোর অংকার, নগদ টাকা এবং মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
আজ বাড়িতে এসে বিষয়টি নজরে আসে বাড়ি মালিকের।এরপরই ঘটনার খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
বাড়ির মালকিন লক্ষ্মী দেবী রাওয়াত বলেন, বাবার মৃত্যু হয়েছিল।এই কারণে ১৯ মে পাহাড়ে গিয়েছিলেন।সেইসময়ই চুরির ঘটনা ঘটে।মেয়ের বিয়ের জন্য জমানো টাকা এবং গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা।শুধু তাই নয় জমির দলিলপত্রও নিয়ে গিয়েছে।