শিলিগুড়ি, ১৮ এপ্রিলঃ তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী।শিলিগুড়িতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।হাঁসফাঁস অবস্থা মানুষের।
আর এই তীব্র গরমে শহরবাসীর ভরসা ডাবের জল।শরীর ঠান্ডা রাখতে ডাবের জল অত্যন্ত উপকারী।তবে এই গরমে ডাবের দামে আগুন।অন্যান্য সময় যে ডাব ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হতো সেই ডাবের দাম বেড়ে হয়েছে ৫০ থেকে ৭০-৮০ টাকা।শিলিগুড়ির সমস্ত বাজারেই বর্তমানে ডাবের চাহিদা রয়েছে।
ব্যবসায়ীরা জানান, গরমের জেরে ডাবের চাহিদা বেড়েছে। সেই কারণে ডাবের দাম উর্ধ্বমুখী।তবে গরম কমলেই এর আগের দামে ফিরে আসবে।
অন্যদিকে ক্রেতারা জানান, বর্তমানে গরম সহ্যের বাইরে।তাই শরীরকে ঠান্ডা রাখতে ডাবই ভরসা।তবে এই গরমে ডাবের দামে হেরফের হয়েছে বলেও জানান তারা।