শিলিগুড়ি, ১৯ জুলাইঃ শিলিগুড়িতে ব্লু মাউন্টেন হোটেল এবং রিসর্টে দেহ ব্যবসার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ।মঙ্গলবার রাতে এসওজি টিম নীমা লামাকে ভক্তিনগর থানা অন্তর্গত একটি শপিং মল থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নীমা লামা মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসার জন্য মেয়েদের সরবরাহ করতো।ধৃত নীলা লামার বিরুদ্ধে ইনমোরাল ট্র্যাফিকিং এর আওতায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে শিলিগুড়ির শালবাড়ির কাছে ব্লু মাউন্টেন নামে একটি রিসোর্টে অভিযান চালায় এসওজি ও প্রধাননগর থানার পুলিশ। সেখানে রমরমা দেহ ব্যবসার কারবারের পর্দা ফাঁস করে পুলিশ।বাইরের রাজ্য থেকে আসা লোকেদের কাছে যুবতীদের পাঠানো হত।এরপর পার্টি করার নামে চলতো দেহব্যবসা।এই ঘটনায় রাজু সরকার, বিনীত গৌতম, অভিষেক গৌতম এবং ইকবাল আহমেদ হাসমিকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় এক যুবতীকে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সন্দীপ কোন্ডে ওরফে স্যান্ডির নাম উঠে আসে।এই স্যান্ডিই অভিযুক্ত রাজু সরকারকে যুবতীদের সরবরাহ করতো।এরপর স্যান্ডিকেও গ্রেফতার করা হয়।এরপর মঙ্গলবার রাতে ফের অভিযান চালিয়ে ঘটনার ষষ্ঠ অভিযুক্ত নীমা লামাকে গ্রেফতার করে এসওজি।