শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ শিলিগুড়িতে দেওয়ালের মধ্যে ফুটে উঠছে উত্তরবঙ্গের নানা আকর্ষণ।উত্তরের জঙ্গল থেকে পাহাড়ের চা বাগানের সৌন্দর্য ফুটে উঠছে রঙ তুলিতে।
পুজোর আগে দেওয়ালে আকানো হচ্ছে মা দুর্গার ছবিও।শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে পুজোর আগে শহর সাজাতে এমনই অঙ্কন দেওয়াল জুড়ে।মহানন্দার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের কাছে মহাকালপল্লীতে রাস্তার পাশের দেওয়ালগুলিতে এভাবেই রঙ তুলির মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে।
উত্তরবঙ্গের প্রাকৃতিক বৈচিত্র্যকে দেওয়ালে ফুটিয়ে তুলছেন শিল্পীরা।এখনও অবধি সেখানে দেওয়ালে সাফারি পার্ক, চা বাগান, টয় ট্রেন, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গণ, সেবকের করোনেশন সেতু, কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য সহ উত্তরবঙ্গের একাধিক পর্যটন স্থলকে অঙ্কনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
ইন্ডিয়ান আর্ট কলেজের শিক্ষক শুভাশীষ সাহা বলেন, শহরের নদী সংলগ্ন এলাকাগুলি সৌন্দর্যায়নের উদ্দেশ্যে দেওয়ালে উত্তরবঙ্গের প্রকৃতিকে ফুটিয়ে তোলা হচ্ছে।ইন্ডিয়ান আর্ট
কলেজের প্রাক্তন ছাত্র অনিমেষ বিশ্বাস বলেন,আমরা চেষ্টা করছি শিলিগুড়ি শহরের চারপাশের প্রকৃতিকে তুলে ধরার।কারণ অঙ্কণের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করা যায়।
পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার বলেন, শহরের বিভিন্ন দেওয়াল গুলোতে অকারণে রং করা হয়।বিজ্ঞাপন দেওয়া হয়, তাতে মানুষ বিরক্ত।সেই থেকে মানুষকে একটু শান্তি দিতে নদীগুলোকে বাঁচানোর পাশাপাশি নদী ঘাটের পাশে দেওয়াল গুলো চিত্রায়ন করা হচ্ছে।