শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ শিলিগুড়ি সফরে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার।এদিন নর্থবেঙ্গল আইজি কার্যালয়ে উত্তরবঙ্গের সমস্ত জেলার এসপি এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বিশেষ বৈঠক করেন ডিজিপি।
এবছরই রয়েছে লোকসভা ভোট।ইতিমধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে।যেকোনো সময় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে।তার আগে সমস্ত রাজ্যের ডিজি’র কাছে আইনব্যবস্থার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।এই কারণে উত্তরবঙ্গ সফরে এসেছেন ডিজিপি।এদিন বৈঠকও সারেন তিনি।প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে।বৈঠকের পর সাংবাদিক সম্মেলন না করেই বেরিয়ে যান ডিজিপি।
তবে সূত্রের খবর, এদিনের বৈঠকে লোকসভা ভোটের আগে আইনব্যবস্থা মজবুত এবং শহরকে শান্তিপূর্ণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মোস্ট ওয়ান্টেড অপরাধীদের ওপরও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।