শিলিগুড়ি, ২৪ ডিসেম্বরঃ আম্বেদকর মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবী জানিয়ে ধিক্কার মিছিল করলো দার্জিলিং জেলা কংগ্রেস।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর রাজ্যসভায় ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে মন্তব্য করেন অমিত শাহ।তার এই মন্তব্যের জেরে তৈরি হয় জোর বিতর্ক।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে শিলিগুড়িতে ধিক্কার মিছিল করলো দার্জিলিং জেলা কংগ্রেস।মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে হাসমি চকে পৌঁছায়।এরপর সেখানে অমিত শাহের কুশপুতুল দাহ করেন কংগ্রেসের নেতা কর্মীরা।