শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ আম্বেদকর মন্তব্যের জন্য অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে।এই স্লোগানকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যজুড়ে পথে নামলো তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর রাজ্যসভায় ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যের জেরে জোর বিতর্ক তৈরি হয়।তার এই মন্তব্যের বিরোধিতায় সরব হন অনেকেই।এবারে পথে নামলো তৃণমূল কংগ্রেস।রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল বের করা হয়।
শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহাত্মাগান্ধী মোড়ে গিয়ে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা।