শিলিগুড়ি, ১৬ মার্চঃ শিলিগুড়ির এনজেপি স্টেশনে ধরা পড়ল ৭ রোহিঙ্গা।ধৃত ৭ রোহিঙ্গার মধ্যে ৬ জন মহিলা ও ১ জন পুরুষ।
জানা গিয়েছে, মঙ্গলবার অসমের কুমারঘাট থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে রওনা দেয় ৭ রোহিঙ্গা।এরপর বুধবার সকালে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছিল তারা।সেইসময় এনজেপি স্টেশনে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের।তখনই এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ধৃত মহিলারা জানায়, বাংলাদেশ থেকে তারা দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রয়েছে।তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে ধৃত মহম্মদ জুবেইর।এরপরই তাদের গ্রেফতার করে রেল পুলিশ।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।